1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

ঢাকা জেলার অতিরিক্ত বিভাগীয় ভুমি রাজস্ব কমিশনার এর বিরুদ্ধে বিধবার কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ দুদকে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার অতিরিক্ত বিভাগীয় রাজস্ব কমিশনার মোঃ আজমল হোসেনের বিরুদ্ধে বিধবা মহিলার নিকট থেকে ৩ লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে। সূত্র জানায় রাজধানীর ডেমরা থানাধীন ডগাইর পশ্চিমপাড়ার প্রায়ত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসাঃ মাহবুবা ইয়াসমিনের কাছ থেকে এ ঘুষের টাকা দাবি করেন। এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবা ইয়াসমিন বলেন যে উক্ত বিষয়টি নিয়ে গত ৩ আগস্ট ২০২৫ ইং তারিখ বিস্তারিত বিবরণী ও সকল কাগজপত্রের অনুলিপিসহ দুর্নীতি দমন কমিশন (দুদক) এ অভিযোগ করেন।

অনুসন্ধানে জানা যায় মাহবুবা গং দীর্ঘদিন ধরে ২৯৭ ও ৩২২ নং সাফ কবলা দলিল মুলে ৪.৫ শতক ক্রয়কৃত জমি ভোগ দখল করিয়া আসিতেছেন। পরবর্তীতে জনৈক জাকিরুল গং উক্ত ৪.৫ শতাংশ জমির মধ্যে ২.২৫ শতাংশ জমি দাবী করেন যাহা সম্পুর্ন অবৈধ এবং বেআইনী।অবৈধভাবে জমি দখলের পায়তারা চালায় এবং বাদিনী মোসাঃ মাহবুবা ইয়াসমিন গং দের ভয় ভীতি প্রদর্শন করিলে উক্ত বিধবা মাহবুবা বন্দর উপজেলা ভূমি অফিসে গত ২৯/০৪/১৪ ইং তারিখে একটি মিস কেস দায়ের করেন,যাহা ০৮/০৭/১৯ ইং তারিখে মাহবুবা ইয়াসমিন গংদের পক্ষে আদেশ জারি করেন।পরবর্তীতে জাকিরুল গং ভুমি অফিস কর্তৃক আদেশ ০৮/০৭/১৯ এর বিরুদ্ধে নারায়ণগঞ্জ ডিসি কোর্টে মিস আপিল নং ২৯/২০১৯ দায়ের করেন। এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ‘গ’ অঞ্চল আদালত, নারায়ণগঞ্জ থেকে অবৈধ ভাবে দুর্নিতীর মাধ্যমে জাকিরুল গং দের পক্ষে আদেশ দেন।যার পরিপ্রেক্ষিতে মাহবুবা অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, ঢাকা বিভাগের আদালতে ৩১৬/২০২১ নং রিভিশন মোকদ্দমা দায়ের করেন।

মোকদ্দমা চলাকালীন সময়ে এডভোকেট রাজিব ও রাজস্ব অফিসের পেশকার মনির হোসেন এর মাধ্যমে বিভাগীয় কমিশনার রাজস্ব ভুমি আজমল হোসেন ০৩ লক্ষ টাকা ঘুষ দাবি করেন যাহা দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কাছে অভিযোগ এর ভিত্তিতে জানা যায়।এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত বিভাগীয় ভুমি রাজস্ব কমিশনার আজমল হোসেন এর কাছে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি কিছু মনে করতে পারছি না এবং টাকা পয়সা চাওয়ার প্রশ্নই আসে না।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews