1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না ভারত: বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং চলতি মাসের ২৭ তারিখ থেকে তা কার্যকরও হয়। সব মিলিয়ে দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক যে খুব একটা সুখকর নয় তা স্পষ্ট। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুললেন ভারতের বাণিজ্যমন্ত্রী পিযূষ গয়াল।

শুক্রবার (২৯ আগস্ট) নয়াদিল্লির এক অনুষ্ঠানে কথা বলেন মন্ত্রী পিযূষ। সাফ জানিয়ে দেন যুক্তরাষ্ট্রের সামনে ‘মাথানত’ করবে না তার দেশ। বরং নতুন বাজার খুঁজবে।

চলতি বছর ক্ষমতায় ফিরেই শুল্ককে এক ধরনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহত্তর মার্কিন প্রবেশাধিকার চান ট্রাম্প। কিন্তু দিল্লি তা দিতে নারাজ। নরেদ্র মোদি তার দেশের কৃষকদের স্বার্থ রক্ষা করতে চান।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ছিল ভারতের শীর্ষ রফতানি গন্তব্য। প্রায় ৮৭ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য দেশটিতে রফতানি করে ভারত। বিশ্লেষকদের মতে, ৫০ শতাংশ শুল্ক আরোপের ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বাণিজ্যমন্ত্রী গয়াল বলেন, আগামীতে রফতানি খাতকে উজ্জীবিত করতে ভারত সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে এবং আগামীতে রফতানি আয় ২০২৪-২০২৫ সালকে ছাড়িয়ে যাবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews