1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

বিএনপি জনগণের পথপ্রদর্শক: মির্জা ফখরুল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের শাসনে গণতন্ত্র, অর্থনীতি এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থায় যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো পুনর্গঠন করতে হবে। এজন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব মন্তব্য করেন। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে টেকসই গণতন্ত্র নিশ্চিত করার অঙ্গীকারও দেন।

মির্জা ফখরুল বলেন, ২৪ জুলাই ঢাকার রাজপথে হাজারো তরুণ, যুবক, নারী ও শিশুরা তাদের অধিকার ফেরাতে প্রাণ দিয়েছে। ঠাকুরগাঁও জেলায় গত ১৫ বছরে দলের ১২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। শুধু জুলাই মাসেই চারজন সহকর্মী প্রাণ হারিয়েছেন। এ জেলায় আওয়ামী লীগ প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ৭৫টি মামলা দিয়েছে, যার ফলে কেউ পালিয়ে ছিলেন, কেউ ধানক্ষেতে লুকিয়ে ছিলেন, কেউ আবার কারাভোগ করেছেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেক প্রিয় সহযোদ্ধাকে হারিয়েছি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে ফখরুল বলেন, জিয়া এমন একটি দল গড়ে দিয়েছিলেন, যা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং সংগ্রাম করেছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংগ্রামের কথাও তুলে ধরেন, যিনি দীর্ঘ নয় বছর স্বৈরাচারের বিরুদ্ধে এবং গত ১৫ বছরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন।

তিনি দলের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি, রাজনৈতিক কাঠামো এবং রাষ্ট্রের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সাত বছর আট মাস পর অনুষ্ঠিত এই সম্মেলনে জেলা বিএনপির পাঁচ উপজেলা এবং তিনটি পৌরসভার ৮০৮ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মির্জা ফয়সাল আমিন।

মির্জা ফখরুল বলেন, এই সম্মেলনের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে নতুন বিএনপি গঠিত হবে, যা বাংলাদেশের মানুষকে পথ দেখাবে। কমিটির মাধ্যমে জেলা সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে গড়ে তোলা সম্ভব হবে। বিএনপি সেই দল, যা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করেছে এবং ভিশন–২০৩০ মাধ্যমে দেশের নতুন রূপরেখা ঘোষণা করেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews