1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
  2. adminbockup@wordpress.org : adminbockup :
  3. wordpresupport@www.jibonnews24.com : admlnlx :
  4. jibonnews24wy@gmail.com : trumpweiss :
শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

উইন্ডিজের ‘সব’ উইকেট রিশাদের পকেটে, প্রথমবারের মতো গড়লেন যে কীর্তি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

খেলাধুলা ডেস্ক:     গোল্ডেন আর্ম যাকে বলে, রিশাদ হোসেন যেন আজ তা নিয়ে মাঠে নেমেছেন। ব্যাট হাতে কার্যকর ক্যামিও খেললেন। এরপর বল হাতে দলের একমাত্র সফল খেলোয়াড় বনে গেলেন তিনি। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেট গেল, সবকটাই গেল তার পকেটে।

এরপর সময় যাচ্ছিল, উইন্ডিজ ধীরে ধীরে ইনিংস গড়ায় মন দিয়েছিল। দ্বিতীয় উইকেট থেকে উঠে এসেছিল ২৮ রান, যা এই উইকেটে বেশ মূল্যবান। এরপরই রিশাদ খেল দেখালেন তার। অফ স্টাম্পের অনেক বাইরে ঝুলিয়ে দিয়েছিলেন বলটা, সেটা তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন কেসি কার্টি।

ব্রেন্ডন কিং এক পাশে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছিলেন। রিশাদ তাকেও সরিয়ে দিলেন পরের ওভারে। তার বলে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানকে ক্যাচ দেন কিং। সে ওভারে আরও একটা উইকেট এনে দেন তিনি। শেরফান রাদারফোর্ডকেও সাজঘরের রাস্তা দেখান তিনি, এবারও ওই কট বিহাইন্ডই। এক ওভার পর রস্টন চেজকেও একই পরিণতি বরণ করে নিতে হয়।

ওয়েস্ট ইন্ডিজের অর্ধেক ইনিংস হাওয়া হয়ে যায়। রিশাদই তুলে নেন সবকটি উইকেট। তাতে ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখাও পেয়ে যান এই লেগ স্পিনার।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews