1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ উগান্ডা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

 খেলাধুলা ডেস্ক:  মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ। প্রথমবারের মতো মর্যাদার এই আসর আয়োজন করছে বাংলাদেশ, যা বাংলাদেশের জন্য দারুণ এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে ১১ দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আছে ২০১২ সালের প্রথম আসরের দুই ফাইনালিষ্ট ভারত ও ইরান এবং চাইনিজ তাইপে, জার্মানি, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা, জাঞ্জিবার। ২০১২ সালে ভারতের পাটনায় হওয়া প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত; ইরান হয়েছিল রানার্সআপ। পঞ্চম হয়েছিল বাংলাদেশ।

এর আগে রোববার সকালে হয়েছে আসরের ড্র। ১১ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ-গ্রুপে আছে ৫ দল। বি-গ্রুপ হয়েছে ৬ দল নিয়ে। স্বাগতিক বাংলাদেশ আছে গত আসরের চ্যাম্পিয়ন ভারতের গ্রুপে।  এই গ্রুপে বাংলাদেশ ও ভারত ছাড়াও আছে থাইল্যান্ড, বাংলাদেশ, উগান্ডা ও জার্মানি। বি-গ্রুপে গতবারের রানার্স-আপ ইরানের সঙ্গে আছে নেপাল, চাইনিজ তাইপে, পোল্যান্ড, কেনিয়া ও জাঞ্জিবার।

১৭ নভেম্বর প্রথম দিনে অনুষ্ঠিত হবে চার ম্যাচ। বেলা তিনটায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশ খেলবে উগান্ডার বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে নেপাল খেলবে জাঞ্জিবারের বিপক্ষে। দিনের তৃতীয় ম্যাচে খেলতে নামবে ইরান, তাদের প্রতিপক্ষ পোল্যান্ড। আর দিনের শেষ ম্যাচে চাইনিজ তাইপের প্রতিপক্ষ কেনিয়া।

আফ্রিকান দেশ উগান্ডা ২০১২ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নেয়নি। বাংলাদেশের আসর দিয়ে বিশ্বকাপ কাবাডিতে যাত্রা শুরু হচ্ছে উগান্ডার মেয়েদের। ‘দ্য শি গ্ল্যাডিয়েটর্স’ নামে পরিচিত উগান্ডা জাতীয় নারী কাবাডি দল  আফ্রিকান চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী। ২০২৩ সালে প্রথমবারের মতো এই শিরোপা জয়ের পর ২০২৫ সালেও তা ধরে রাখে।

বিশ্বকাপে প্রথম ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক রূপালী আক্তার বলেন, “উগান্ডার বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চাই। এই প্রতিযোগিতার জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি, মেয়েরা সবাই ভালো পারফরম করতে মানসিকভাবে প্রস্তুত। দল নিয়ে আমি ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী।”

কোচ শাহনাজ পারভীন মালেকা বলেছেন, “আমাদের প্রথম ম্যাচ উগান্ডার সাথে। এই টুর্নামেন্টের অন্য দলগুলোর মতো তারাও কিন্তু পদক জয়ের লক্ষ্য নিয়েই এসেছে। তবে প্রথম ম্যাচে আমাদের একটু সাবধান থাকতে হবে। শুরুর কয়েক মিনিট দেখতে হবে উগান্ডা কোন দিকে বেশি ভালো। প্রতিপক্ষকে বুঝে নিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলব আমরা। যেহেতু নিজেদের মাঠে বিশ্বকাপ, আমরাও ভালো কিছু পেতে চাই। শুরুটা গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব ভালো কিছু দিয়ে বিশ্বকাপ শুরু করতে। আমাদের জন্য দোয়া করবেন।”

এক নজরে নারী কাবাডিতে বাংলাদেশের অর্জন :

-২০০৫ সালে ভারতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে আন্তর্জাতিক কাবাডিতে শুরু বাংলাদেশের মেয়েদের।

– এশিয়ান গেমস : ২০১০ (ব্রোঞ্জ), ২০১৪ (ব্রোঞ্জ), ২০১৮ (সপ্তম), ২০২২ (ষষ্ঠ)।

– দক্ষিণ এশিয়ান গেমস (এসএ গেমস) : ২০০৬ (ব্রোঞ্জ), ২০১০ (রৌপ্য), ২০১৬ (ব্রোঞ্জ) ও ২০১৯ (ব্রোঞ্জ)।

– এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ: ২০০৫ (ব্রোঞ্জ), ২০২৫ (ব্রোঞ্জ)

– বিশ্বকাপ : ২০১২ (পঞ্চম)

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews