
অনলাইন ডেস্ক: নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি’র ওয়েবসাইটে শনিবার (২০ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে সাম্প্রতিক নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আলাদা করে ঘোষণা দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের আশপাশের এলাকায় ঘটে যাওয়া নিরাপত্তা সংক্রান্ত ঘটনাগুলো বিবেচনায় নিয়ে আপাতত সব ধরনের ভিসা সেবা স্থগিত রাখা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবেদনকারীদের ভিসা সেন্টারে না আসার অনুরোধও জানানো হয়েছে।
এর আগে চলতি মাসেই ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সে সময় ভারতীয় হাইকমিশন জানিয়েছিল, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকার ভিসা সেন্টার আবারও নিয়মিত কার্যক্রম শুরু করে।
চট্টগ্রামে ভিসা কার্যক্রম বন্ধের ঘোষণায় চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণসহ নানা প্রয়োজনে ভারতে যেতে আগ্রহী আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা সেবাও পুনরায় চালু হবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “পরিস্থিতি পর্যালোচনা করে উপযুক্ত সময়ে ভিসা কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেওয়া হবে।”