1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন

অবকাঠামো থেকে জ্বালানি, একনেকে অনুমোদন পেল ২২ বড় উন্নয়ন প্রকল্প

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক:    দেশজুড়ে অবকাঠামো, পানি ব্যবস্থাপনা, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতে বড় পরিসরের উন্নয়ন কার্যক্রমে গতি আনতে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন থেকে শুরু করে জলবায়ু সহনশীলতা, সামাজিক সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রগুলোতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প রয়েছে ১৪টি, সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বাড়ানো হয়েছে ৩টি প্রকল্পের।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের বড় অংশ আসছে সরকারি তহবিল থেকে। সরকারি অর্থায়ন ধরা হয়েছে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা। পাশাপাশি প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে যুক্ত হবে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের সপ্তম এবং অন্তর্বর্তী সরকারের ১৮তম একনেক সভা।

এবারের একনেক বৈঠকে যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে কর্ণফুলী টানেল থেকে চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক উন্নয়ন, হিলি স্থলবন্দর থেকে ঘোড়াঘাট পর্যন্ত জাতীয় মহাসড়ক উন্নীতকরণসহ গুরুত্বপূর্ণ কালভার্ট পুনর্নির্মাণ এবং ঢাকা কাঁচপুর থেকে সিলেট তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের সংশোধিত প্রকল্প অনুমোদন পায়। এসব প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য ও পর্যটন রুটে যান চলাচল সহজ হবে বলে আশা করা হচ্ছে।

নগর উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়াতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় একাধিক প্রকল্পে সম্মতি দিয়েছে একনেক। এর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন, সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প এবং জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন উদ্যোগ। পাশাপাশি পটুয়াখালী ও সিলেট বিভাগের গ্রামীণ ও স্থানীয় সড়ক উন্নয়নের প্রকল্পও অনুমোদন পেয়েছে।

জ্বালানি নিরাপত্তা জোরদারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকীকরণ ও সম্প্রসারণ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জ্বালানি পরিশোধন সক্ষমতা বাড়বে এবং আমদানিনির্ভরতা কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিক্ষা ও স্বাস্থ্য খাতেও এসেছে নতুন বিনিয়োগ। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উন্নয়ন প্রকল্পের পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চের শিক্ষা ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির প্রকল্প অনুমোদন পেয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র পুনর্নির্মাণ প্রকল্পও রয়েছে তালিকায়।

পানি সম্পদ ব্যবস্থাপনায় চারটি বড় প্রকল্প অনুমোদনের মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ ও সেচ সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কর্ণফুলী নদী ও এর সংযুক্ত নদীগুলোর টেকসই পানি ব্যবস্থাপনা, গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ এবং সুরমা কুশিয়ারা অববাহিকা উন্নয়ন প্রকল্প এর মধ্যে উল্লেখযোগ্য।

একনেক সভায় আরও জানানো হয়, পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতাবলে এরই মধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১০টি প্রকল্প সম্পর্কে সভাকে অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে শিক্ষা অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ও চরাঞ্চলের অভিযোজন উদ্যোগ এবং অর্থনৈতিক শুমারি ২০২৩ এর সংশোধিত প্রকল্প।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং অর্থনৈতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews