1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ অপরাহ্ন

ঘন কুয়াশা: ২ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বুধবার সকাল সাড়ে ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয়। তবে এ কারণে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় দুটি ফেরি।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বলছে, ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এতে মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়ে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, “কুয়াশার তীব্রতা কমে এলে পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।”

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews