1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

আজ ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন জুবায়ের রহমান চৌধুরী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: আজ রোববার (২৮ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

সংবিধান অনুযায়ী, বিদায়ী প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আজ (২৭ ডিসেম্বর, শনিবার) আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন। তার বয়স পূর্ণ হয়েছে ৬৭ বছর।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি অর্জন করার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরেকটি মাস্টার্স করেছেন। ১৯৮৫ সালে তিনি জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০০৩ সালের ২৭ আগস্ট তৎকালীন বিএনপি সরকারের সময় জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর হাইকোর্টে তার স্থায়ী নিয়োগ হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, “রোববার বঙ্গভবনে প্রধান বিচারপতির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ সংবিধানানুগ এবং সরকারিভাবে আয়োজন করা হবে।”

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews