1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী-সমর্থকদের উপচে পড়া ভিড়

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়গুলোতে প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা গেছে। প্রার্থীরা ৫০ হাজার টাকা জামানতসহ মোট ১৪ ধরনের প্রয়োজনীয় দলিল সংযুক্ত করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তবে গুঞ্জন আছে, মনোনয়ন দাখিলের সময় আরও ২ দিন বাড়তে পারে।

ঢাকার সেগুনবাগিচা এলাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম। খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দী, খুলনা-২ আসনে জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা-৪ আসনে কবিরুল ইসলাম এবং খুলনা-৬ আসনে আবুল কালাম আজাদ মনোনয়নপত্র দাখিল করেন।

ঢাকা-১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন। একই আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আলমগীর ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম ফজলুল হক, গণফোরামের একেএম শফিকুল ইসলাম, সিপিবির ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেল, স্বতন্ত্র প্রার্থী মো. তানজিল ইসলাম ও খান শোয়েব আমান উল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নির্বাচন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews