 
																
								
                                    
									
                                 
							
							 
                    
আন্তর্জাতিক: ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই মারা গেছেন।
এনডিটিভি জানায়, চীন সীমান্তের কাছে ইয়াংচি এলাকায় স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টার দিকে মি-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
সেনাবাহিনীর মুখপাত্র সুনীত নিউটন বলেন, রাশিয়ার তৈরি হেলিকপ্টারটিতে করে অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী একটি পাহাড়ী সেনাপোস্টে রসদ নিয়ে যাওয়া হচ্ছিল।
ঘটনাস্থল থেকে হেলিকপ্টারটির পাইলট, কো-পাইলট, ফ্লাইট ইঞ্জিনিয়ার ও দুই সেনা কর্মকর্তাসহ সাতটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।
কি কারণে এই দুর্ঘটনা ঘটলো তা অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভারতের বিমানবাহিনীর প্রধান শোক প্রকাশ করে বলেন, “শান্তির সময়ও আমাদের প্রাণের এই ক্ষতি উদ্বেগের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা কমিয়ে আনতে এবং আমাদের সম্পদের রক্ষায় আমরা একজোট হয়ে কাজ করছি।”