
অনলাইন ডেস্ক: বক্স অফিসে সাড়া জাগানো ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমা। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ও বহু আলোচিত সিনেমা ‘টক্সিক’, যা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) টিজার মুক্তি পেয়েছে।
‘টক্সিক’ সিনেমাটি আগামী মার্চ মাসের ১৯ তারিখে মুক্তি পাবে। এটি যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর পর প্রথম সিনেমা, যেখানে তার সঙ্গী হিসেবে কাজ করেছেন একঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী। এ সিনেমায় যশের সঙ্গে আরও দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আদভানি, হুমা কুরেশি, নয়নতারা এবং রুকমিনি ভাসন্ত । এ ছাড়া অক্ষয় ওবেরয়ও এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
সেই রহস্যময়ী নারী চরিত্রটি হলেন ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ন্যাটালি বার্ন, যিনি হলিউডে অভিনয় করে নিজেকে পরিচিত করেছেন। এবং বর্তমানে তার উপস্থিতি নিয়ে চলছে বলিপাড়ায় গুঞ্জন। টিজারের ওই দৃশ্যে ন্যাটালি বার্নের সঙ্গে যশের অন্তরঙ্গ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, হলিউড অভিনেত্রী ন্যাটালি বার্ন মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও পরে তিনি অ্যাকশন ও ড্রামা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন। তিনি ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’, ‘মেকানিক: রিসারেকশন’, ‘ডাউনহিল’, ‘দ্য এনফোর্সার’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ন্যাটালি একজন স্ক্রিপ্টরাইটার ও প্রযোজকও, যিনি ‘এক্সিসেলেরেশন’, ‘ফোর্ট্রেস’ এবং ‘দ্য এনফোর্সার’ ছবিতে কাজ করেছেন।