1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইরানকে চাপে রাখতে নতুন অর্থনৈতিক পদক্ষেপ ঘোষণা যুক্তরাষ্ট্রের আল হিলালের কাছে ৩-১ গোলে হেরেছে আল নাসর নির্বাচন ও গণভোট সামনে রেখে দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ: নির্বাচন কমিশন মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস শেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কুষ্টিয়ায় মাদক ও চোরাচালান মালামাল উদ্ধার ইরানে বিদেশি ‘হস্তক্ষেপের’ বিরোধিতা চীনের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফটোকার্ড প্রকাশ

যশের ৪০তম জন্মদিনেই ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’ এর মুক্তি পেল টিজার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক:   বক্স অফিসে সাড়া জাগানো  ‘কেজিএফ’ সিনেমায় অভিনয় করে নিজেকে পরিচিতি করে তোলেন দক্ষিণী সিনেমা ইন্ডস্ট্রির জনপ্রিয় অভিনেতা যশ। বর্তমানে এ অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমা। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ও বহু আলোচিত সিনেমা ‘টক্সিক’, যা বৃহস্পতিবার (৮ জানুয়ারি) টিজার মুক্তি পেয়েছে।

যশের ৪০তম জন্মদিনেই ‘টক্সিক: এ ফেয়ারটেল ফর গ্রাউন-আপস’ এর টিজার মুক্তি পেল। যেখানে পরিচালক গীতু মোহন দাসের এ সিনেমার এক হিংসাত্মক পৃথিবী ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে। তবে টিজারের একমুহূর্ত বিশেষভাবে নজর কেড়েছে নেটদুনিয়ায় এবং তা হলো— অভিনেতা যশ ও এক রহস্যময়ী নারীর মধ্যকার অন্তরঙ্গ মুহূর্ত।

‘টক্সিক’ সিনেমাটি আগামী মার্চ মাসের ১৯ তারিখে মুক্তি পাবে। এটি যশের ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এর পর প্রথম সিনেমা, যেখানে তার সঙ্গী হিসেবে কাজ করেছেন একঝাঁক শক্তিশালী অভিনেতা-অভিনেত্রী। এ সিনেমায় যশের সঙ্গে আরও দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আদভানি, হুমা কুরেশি, নয়নতারা এবং রুকমিনি ভাসন্ত । এ ছাড়া অক্ষয় ওবেরয়ও এ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

সেই রহস্যময়ী নারী চরিত্রটি হলেন ইউক্রেনীয়-আমেরিকান অভিনেত্রী ন্যাটালি বার্ন, যিনি হলিউডে অভিনয় করে নিজেকে পরিচিত করেছেন। এবং বর্তমানে তার উপস্থিতি নিয়ে চলছে বলিপাড়ায় গুঞ্জন। টিজারের ওই দৃশ্যে ন্যাটালি বার্নের সঙ্গে যশের অন্তরঙ্গ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য, হলিউড অভিনেত্রী ন্যাটালি বার্ন  মডেল হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও পরে তিনি অ্যাকশন ও ড্রামা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিতি লাভ করেন। তিনি ‘দ্য এক্সপেন্ডেবলস ৩’, ‘মেকানিক: রিসারেকশন’, ‘ডাউনহিল’, ‘দ্য এনফোর্সার’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এ ছাড়া ন্যাটালি একজন স্ক্রিপ্টরাইটার ও প্রযোজকও, যিনি ‘এক্সিসেলেরেশন’, ‘ফোর্ট্রেস’ এবং ‘দ্য এনফোর্সার’ ছবিতে কাজ করেছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews