
অনলাইন ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মোট ১২ কোটি ৯১ লাখ ২১ হাজার ৭১১টি শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের মোট মূল্য দাঁড়িয়েছে ৩৬৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ৩২১ টাকা।
সূচকের দিক দিয়ে আজ ডিএসই ব্রডইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৪,৯৬৬ দশমিক ৫১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৯ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ১,৯০৮ দশমিক ২১ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৯৯৭ দশমিক ৯১ পয়েন্টে ওঠেছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টির।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: এসিআই, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, সায়হাম টেক্স, বিডি থাই ফুড, খান ব্রাদার্স পিপি, মেঘনা ইন্স্যুরেন্স এবং ক্রিস্টাল ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে রয়েছে: বিডি থাই ফুড, বিডি থাই, ইস্টার্ন ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি, সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড. আইসিবি ৩য় এনআরবি, এসিআই ফরমুলেশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি এবং মেঘনা ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে রয়েছে: বিআইএফসি, শ্যামপুর সুগার, মেঘনা সিমেন্ট, বে-লিজিং, এনসিসিবি মিউচুয়াল ফান্ড-১, রিজেন্ট টেক্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাট্রিজ, এইচআর টেক্সটাইল এবং পপুলার ১ম মিউচুয়াল ফান্ড।