
অনলাইন ডেস্ক: জেলায় ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে গতি আনয়ন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আদালত গুলোর কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির আওতাধীন সব আদালতের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজিব। সভাপতিত্ব করেন জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এরশাদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
বক্তারা বলেন, পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স বিচার বিভাগের সঙ্গে পুলিশের কার্যকর সমন্বয় ও সেতুবন্ধন তৈরি করে। পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা সম্ভব। এতে তদন্ত ও বিচার কার্যক্রম আরও গতিশীল হবে।
তারা আরও বলেন, বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে নিয়মিত আলাপ আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে।