দেড় লাখ গরু হত্যার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড। মাইকোপ্লাজমা বোভিস নামে ব্যাকটেরিয়া জনিত এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে দেশটিতে। রোগটি ক্রমেই বিস্তার লাভ করছে। সে কারণেই দেশটির সরকার দেড় লাখেরও বেশি গরু মেরে ফেলার পরিকল্পনা করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার নিউজিল্যান্ড সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কারণ হিসেবে জানানো হয়েছে মাইকোপ্লাজমা বোভিস নামের একটি ব্যাকটেরিয়াজনিত রোগের বিস্তার রোধে এই পরিকল্পনা করা হয়েছে।
নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়, এই কাজে কোটি কোটি ডলার খরচ হবে। তবে পরিকল্পনা সফল হলে, প্রথমবারের মত নিউজিল্যান্ড সংক্রমিত মাইকোপ্লাজমা বোভিস নামের এই ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাবে।
এ বিষয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেকিনা আরদেম বলেছেন, ‘এই পরিকল্পনা অর্থনৈতিক দিক থেকে সমস্যায় ফেলবে।’ কিন্তু ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় এই পরিকল্পনা। তার আশা মাইকোপ্লাজমা বোভিস দেশ থেকে নির্মূল হবে।
এদিকে নিউজিল্যান্ডের ফেডারেটেড কৃষক গ্রুপের প্রধান সভাপতি কেটি মিলানে বলেছেন, মাইকোপ্লাজমা বোভিস ব্যাকটেরিয়া থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হলেও, কৃষকদের ক্ষতির দিকটিও দেখছে সরকার। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এর আগে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে গত বছর জুলাইতে প্রথম মাইকোপ্লাজমা বোভিসের সন্ধান পাওয়া গিয়েছিল। চলতি বছর নিউজিল্যান্ডের ৩৮টি খামারে এই ব্যাকটেরিয়ার সন্ধান মেলে। এর আগেও প্রায় ২৪ হাজার গরু মেরে ফেলা হয়।