1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
আশুলিয়া হত্যাকাণ্ডে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল যুদ্ধবিরতি আলোচনার মাঝেই গাজায় ভয়াবহ তাণ্ডব ইসরায়েলের যশোর-বেনাপোল মহাসড়কের নবিননগর এলাকায় ভেঙে পড়েছে শতবর্ষী একটি গাছ নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায় চারজন কার্টুনিস্ট আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ’কাঁটা লাগা’ গার্ল খ্যাত শেফালি জরিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান

ঝালকাঠিতে সেই নির্বাচন কর্মকর্তা ও ইউপি চেয়ম্যানসহ সহ চারজনের নামে মামলা।

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮

নিজেস্ব প্রতিবেদকঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের অভিযোগে উপজেলা নির্বাচন অফিসারসহ চারজনের বিরুদ্ধে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. রিয়াজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়ন্তী রানী চক্রবর্তী, ডাটা এন্ট্রি অপারেটর রেজাউল জমাদ্দার, এমএলএসএস মজিবর রহমান ও কাঁঠালিয়ার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিটনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আগামী ৫ জুলাই তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
এর আগে স্মার্ট কার্ড বিতরণে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে সংবাদ প্রকাশিত হয়। এর সূত্র ধরে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জেলা নির্বাচন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, কাঁঠালিয়া উপজেলার ৬নং আওরাবুনিয়া ইউনিয়নে নাগরিকদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের নির্ধারিত তারিখ ছিল ১০ মে থেকে ১২ মে। উপজেলায় স্মার্ট কাড তৈরি হয়েছে ৭৫ হাজার ৩২১ জনের। বিতরণ করা হয়েছে ৫৯ হাজার।
যারা নতুন কার্ড নিতে এসেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে ২৩০ টাকা করে আদায় করা হয়। এ ছাড়া যাদের পুরোনো জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে তাদের কাছ থেকে ৩৪৫ টাকা করে আদায় করা হলেও অনেককে কার্ড দেয়া হয়নি। এভাবে স্মার্ট কার্ড বিতরণের নামে উপজেলাবাসীর কাছ থেকে উল্লিখিত চারজন প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews