1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ বাবার ভারতের চার রাফাল যুদ্ধবিমানকে ধাওয়া করলো পাকিস্তানি ফাইটার জেট ভারত-পাকিস্তান যুদ্ধ শুরুর আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি না নেয়াটা আত্মঘাতী : প্রধান উপদেষ্টা ’ইন ব্লিসফুল হেল’ দেশের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক টিম গঠন পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন : মহাপরিচালক আইএসপিআর দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজফ্লাইট ইরানের ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪০

অপুর ‘শ্বশুরবাড়ি’র কাজ শুরু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৩ মে, ২০১৮

বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা অপু বিশ্বাস। ২০১৬ সালে শেষ বার তাকে দেখা গিয়েছিল ‘পাঙকু জামাই’ ছবিতে। যেটিতে তার নায়ক ছিলেন প্রাক্তন স্বামী শাকিব খান। এরপর মাতৃত্বজনিত কারণে হঠাৎই লাপাত্তা হয়ে যান নায়িকা। ২০১৭ সালে ফিরে আসেন ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে। দুই বছরের বিরতি ভেঙে অবশেষে কোনো ছবির শুটিংয়ে অংশ নিলেন জনপ্রিয় এই নায়িকা।

মঙ্গলবার থেকে অপু বিশ্বাস কাজ শুরু করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। আজ বুধবার, আগামীকাল এবং পরশুদিনও এফডিসি ও এর আশপাশ এলাকায় টানা শুটিং করবেন তিনি। এই ছবিতে অপুর হালের সেনসেশন নায়ক বাপ্পী চৌধুরী।

‘শ্বশরবাড়ি জিন্দাবাদ ২’-এর শুটিং শুরু হয় গত ১৩ মে থেকে। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন নায়ক বাপ্পী চৌধুরী। সে সময়ই পরিচালক দেবাশীষ বিশ্বাস জানিয়েছিলেন, ‘অপু বর্তমানে অন্য কাজে ব্যস্ত। কয়েকদিন পর তিনি শুটিংয়ে অংশ নেবেন।’ সেদিন রাজধানীর প্রিয়াংকা শুটিং হাউজে ছবিটির শুভ মহরতও অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেও ছিলেন না অপু বিশ্বাস।

তবে সব ব্যস্ততা কাটিয়ে শুটিংয়ে অংশ নিলেন তিনি। প্রথম দিনের শুটিং শেষে জানালেন, ‘অনেক দিন পর নতুন ছবির কাজ করলাম। এর মধ্যে নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করেছি। এই লটে চার দিনের শুটিং করব। ঈদের পর করব বাকি অংশের শুটিং। এরই মধ্যে শারীরিক ফিটনেস ৮০ ভাগ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখন থেকে নিয়মিত অভিনয় করতে চাই। তবে খুব বেশি ছবিতে নয়, বেছে বেছে।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এটি ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট রিয়াজ-শাবনূর জুটির সুপারডুপার হিট ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দ্বিতীয় সিক্যুয়েল। দীর্ঘ ১৭ বছর পর পরিচালক দেবাশীষ পর্দায় আনতে চলেছেন ছবির দ্বিতীয় কিস্তি। কাজেই, এত বছর পর তখনকার সুপারহিট জুটি রিয়াজ-শাবনূরের জায়গায় হালের আলোচিত অপু-বাপ্পী কেমন করেন সেটা দেখার অপেক্ষায়ই এখন দর্শক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews