জীবন নিউজ ডেস্ক : ছোট পর্দায় অভিষেক হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ জেসিয়া ইসলামের। সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর এই প্রথম ‘ছবির প্রতিচ্ছবি’ নামে তার অভিনীত একটি টেলিছবি প্রচার হবে আজ। ফয়েজ রেজার রচনা ও পরিচালনায় এতে জেসিয়ার বিপরীতে অভিনয় করেছেন সালমান মুক্তাদির। চ্যানেল আইতে আজ বিকাল ৩টা ৫ মিনিটে এটি প্রচার হবে। টেলিছবিটি নিয়ে বেশ উচ্ছ্বসিত জেসিয়া। আগামীতেও ভালো গল্প ও চরিত্র পেলে এ ধরনের নির্মাণে অভিনয় করতে চান বলে জানান তিনি।
জেসিয়া বলেন, এই টেলিছবির মধ্যদিয়ে আমার পর্দায় অভিষেক হচ্ছে। এ কাজটিতে আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমার প্রথম প্রচার হতে যাওয়া কাজ দিয়ে দর্শকের মন জয় করতে পারবো বলে বিশ্বাস করি। কারণ এই টেলিছবির গল্প ও চরিত্র অনেক চমৎকার। তিনি আরো বলেন, এই টেলিছবিতে অভিনয়ের মধ্যদিয়ে প্রথমবার আমি হাতির পিঠে চড়েছি। এটা আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা। এ স্মৃতি আমার সারাজীবন মনে থাকবে। গল্পে দেখা যাবে, নেহারিকা (জেসিয়া) পড়ালেখা শেষ করে দেশে ফিরছেন নিউ ইয়র্ক থেকে। দেশে ফিরে দাদার বাড়িতে উঠবেন। কারণ তার বাবা মা কেউই বেঁচে নেই। দেশে ফিরে তার দায়িত্ব অনেক। একমাত্র সন্তান হিসেবে বাবার পুরো সম্পদের মালিকানা পেতে যাচ্ছেন তিনি। হঠাৎ হাতির পিঠে উঠতে ইচ্ছে হয় নেহারিকার। দাদার বাড়ির লোকজন তা পূরণ করতে চেষ্টা করেন। আর সেই সময়েই বিপত্তি ঘটে। এভাবেই টেলিছবির গল্প এগিয়ে যাবে। এদিকে তরুণ নির্মাতা ইফতেখার শুভর পরিচালনায় ‘ব্যাচেলর ডটকম’ শীর্ষক একটি ধারাবাহিকে অভিনয় করছেন জেসিয়া। এই ধারাবাহিকের মধ্যদিয়ে তার অভিনয় শুরু। তবে পর্দায় অভিষেক হচ্ছে ‘ছবির প্রতিচ্ছবি’ শীর্ষক টেলিছবিতে। অভিনয়ের বাইরে জেসিয়া বর্তমানে পড়ালেখায় মনযোগী রয়েছেন। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’র প্রতিযোগিতা ও পরবর্তীতে চীনে বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া ও নিজেকে প্রস্তুতের জন্য গেল বছরের লম্বা একটা সময় জেসিয়া লেখাপড়া থেকে দূরে ছিলেন। তিনি বলেন, আসছে সামার সিজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। সেজন্য লেখাপড়ায় মনোযোগ দিয়েছি। ভর্তি পরীক্ষায় কী কী প্রশ্ন হতে পারে, সে বিষয়গুলো ভালোভাবে দেখছি। আমার ইচ্ছে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর করার। প্রসঙ্গত, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ খেতাব পাওয়ার পর চীনে ‘মিস ওয়ার্ল্ড’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন জেসিয়া। তবে জেসিয়ার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের পূর্বে অনেক আলোচনা সমালোচনার জন্ম হয়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় জান্নাতুল নাঈম এভ্রিলকে। এই সময়ে অভিযোগ ওঠে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকম-লীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। এ নিয়ে ওঠে বিতর্কের ঝড়। পরবর্তীতে জেসিয়াকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।