ঝালকাঠি প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য। আসুন অতনু কিশোর দ্বারীর চিকিৎসার জন্য মানবিক সাহায্যে এগিয়ে আসি। আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র ও নিরূপায় বাবার একমাত্র মেধাবী সন্তান অতনু কিশোর দ্বারীর জীবন।
অতনু কিশোর (২০) বেতাগী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। সে এসএসসি(অনিয়মিত) পরীক্ষায় জিপিএ ৪.৪০ ও ৮ম শ্রেণীর জেএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ৫ এর পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এবং ৫ম শ্রেণীর পিএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ৫ এর পাশাপাশি ট্যালেন্টপুলে বৃত্তি পায়। অতনু কিশোর দ্বারী ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের অনিমেষ দ্বারীর একমাত্র পুত্র। অতনুর বাবা পেশায় সামান্য বেতনের একজন স্কুল শিক্ষক।
অতনু কিশোর দ্বারী মারাত্মক “লিউকেমিয়া” রোগে আক্রান্ত হয় ২০১৪ সালে। প্রায় চার বছর যাবৎ ভারতের টাটা মেডিকেল সেন্টারে ভর্তিরত অবস্থায় পড়ালেখা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত তার চিকিৎসায় ব্যায় হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। পিতা অনিমেষ দ্বারী ছেলের চিকিৎসা চালিয়ে নিজের সহায় সম্বল যা কিছু ছিল তার সবই শেষ করে ফেলেছে।
সর্বশেষে হাসপাতালের চিকিৎসকদের অভিমত দেন “বোন ম্যারো ট্রান্সপ্লান্ট” করালে আরোগ্য লাভ সম্ভব। কিন্তু তার জন্য খরচ হবে প্রায় ৫০ লক্ষ টাকা। দরিদ্র বাবার পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার নির্বাহ করা সম্ভব হচ্ছে না। অতনুর চিকিৎসার জন্য তার অসহায় বাবা সমাজের সকল হৃদয়বান দানশীল ও বিত্তবান ব্যক্তিদের আন্তরিক সাহযোগিতা চেয়েছেন।
আসুন অতনুর পাশে দাঁড়াই। সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করি।সহযোগিতা করতে পারেন ০১৭১৯০৭৫৫৩৪ (পার্সোনাল) বিকাশ নম্বরে। এছাড়া সাহায্য পাঠাতে পারেন হিসাব নং- ২২৭৯ রূপালী ব্যংক লিমিটেড,কাঠালিয়া শাখা, ঝালকাঠি এই একাউন্টেও।