জীবন নিউজ, ঢাকা : আজ নভেম্ব১৮ র দুপুর ২:৩০মি. নাগরিক কমিটির উদ্যোগে মুক্তিযুদ্ধে স্মৃতি-বিজড়িত সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ইউনেস্কো কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ‘‘ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ” হিসেবে স্বীকৃতি পাওয়ায় এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। বক্তব্য রাখবেন দেশের নাগরিক সমাজের বরেণ্য ব্যক্তিবর্গ।
নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশীদ এর পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এতথ্য জানানো হয়।