1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা বলিউডের অন্যতম স্মরণীয় সুদর্শন নায়ক বিনোদ খান্নার প্রয়াণ দিবস ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন ম্যাথিয়াস কুনহা যশোরের নিখোঁজ হওয়া ব্যবসায়ীর মরদেহ সাতক্ষীরার আশাশুনি থেকে উদ্ধার কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত ৯ সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ জাতীয় সংসদ ভবনে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত: বিলওয়াল ভুট্টো জারদারি কাশ্মির ইস্যু ও ভারত-পাকিস্তান উত্তেজনা; যা বললেন ট্রাম্প রাঙামাটির কাউখালীতে পিকআপ ও সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

আমি প্রেমে বিশ্বাসী নই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
চিত্রনায়িকা বুবলী। ঢাকাই চলচ্চিত্রে উজ্জ্বল একটি নাম। সম্প্রতি ‘সুপার হিরো’র কাজ শেষ করে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন এই নায়িকা। এসব বিষয় ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে।

ঈদের আপনার দুইটি সিনেমা মুক্তির কথা রয়েছে সম্পর্কে বলুন

ঈদে আমার দুইটি ছবি আসার কথা রয়েছে। আমি এখনও কনফার্ম না। এজন্য কনফার্ম হয়ে এই নিয়ে কথা বলতে চাই। ইতিমধ্যেই ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবির সেন্সরও হয়ে গেছে। সুপার হিরো ছবিটিও ঈদে আসার কথা রয়েছে। তবে আমি কনফার্ম হওয়ার আগে এ নিয়ে জোর দিয়ে বলতে চাই না।

সুপার হিরো ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ঈদে মুক্তির কথাই বলছে

আমি সুপার হিরো ছবিতে যখন থেকে কাজ শুরু করেছি, তখন থেকেই শুনেছি ঈদকে টার্গেট করেই ছবিটি বানানো হচ্ছে। তারপরও ঈদের আগে অনেক সময় অনেক কিছুর পরিবর্তন হয়। তাই ঈদের ছবি নিয়ে নিশ্চিত করে কিছু বলছি না। তবে আমি আশা করছি। কারণ সুপার হিরো ছবির শুটিং শেষ করেছি। আমার ডাবিংও আগেই শেষ হয়েছে। সম্প্রতি যে দুইদিন এই ছবির শুটিং হলো এর ডাবিং শুধু বাকি আছে।

ঈদে আরও অনেক ছবি আসবে ওই ছবিগুলোর সঙ্গে আপনার ছবি দুটি লড়াই করতে পারবে?

ঈদ মানেই অনেক উৎসবের একটা ব্যাপার। আমাদের বাঙালিদের জন্য অনেক বড় উৎসব হলো ঈদ। ঈদকে কেন্দ্র করে প্রতিবছরই অনেক ছবি মুক্তি পায়। অনেক বাজেট, সুন্দর গল্প এবং সুন্দর নির্মাণের ছবি ঈদে মুক্তি পায়। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা অনেক ইতিবাচক আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য। অনেক মুভি থাকলে সুস্থ একটা প্রতিযোগিতা থাকে। এতে করে দর্শক ভালো গল্পের ছবি দেখার সুযোগ পায়। শুধু আমার মুভি দর্শক দেখবে, অন্যদেরটা দেখবে না বিষয়টা এমন নয়। আমি ফাইট হিসেবে নিতে চাই না। আমি চাই ঈদের সব ছবি মানুষ দেখুক। সবাই সবার মতামত দিক। সব ছবির প্রতি যেন দর্শকদের ভালোবাসা থাকে।

আপনার ছবি ব্যতীত ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য ছবিগুলো দেখার ইচ্ছে আছে?

অবশ্যই। আমার কাছে মনে হয়,আমাদের দেশে আগে সুন্দর ছবি হতো। মাঝখানে একটু খারাপ অবস্থা গেছে। আমাদের দেশের ফিল্ম এখন কিন্তু আবারও কামব্যাক করছে। গত কয়েক বছর ধরে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। সবাই খুব চেষ্টা করছে। সেক্ষেত্রে আমরা শিল্পীরা যারা কাজ করছি নিজের ছবি দেখব,অন্যদের ছবি দেখব না তা নয়। আমি সবার ছবি দেখার চেষ্টা করব।

শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে আপনাকে দেখা যায় না এর বিশেষ কোনো কারণ আছে?

এ রকম একটা প্রশ্ন আসতেই পারে। কারণ শাকিব খান ছাড়া আমার অন্য কারও সঙ্গে কাজ করা হয়নি। তবে এমন কিন্তু নয় যে, আমরা অনেক কাজ করে ফেলেছি। আমার তিন বছরের ক্যারিয়ারে হাতেগোনা কয়েকটা কাজ করেছি। আমি অবশ্যই সবার সাথেই কাজ করতে চাই। হয়তো একটু সময় নিচ্ছি। আমাদের পরপর যখন একসঙ্গে কাজ হচ্ছে। তখন কিন্তু অনেকেই মনে করে উনারা একসঙ্গে কাজ করছেন এর বাইরে হয়তো কাজ করবে না। কিন্তু ব্যাপারটা তা নয়। দর্শকদের মনেও এমন প্রশ্ন থাকতে পারে। আমি সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করছি। আর হয়তো অন্যদের সাথে করবো না। তা কিন্তু নয়। আমাদের দেশে এখন অনেক সুন্দর সুন্দর মুভি হচ্ছে। আর সালমান শাহ ও শাবনূর আপু যখন একসঙ্গে কাজ করেছেন তখনও কিন্তু তারা অনেকগুলো ছবিতে একসাথে কাজ করেছেন। জুটি প্রথা বলে একটা কথা আছে, তবে জুটি প্রথার বাইরে গিয়েও কিন্তু শিল্পীরা কাজ করে। আমার ক্যারিয়ার যেহেতু তিন বছরের কাছাকাছি। সামনে অনেক সময় পড়ে আছে। অনেক কাজ হবে। আমিও অন্যদের সাথে কাজ করব।

শাকিব খান ছাড়া কি অন্য কারও সঙ্গে কাজের প্রস্তাব পেয়েছেন কখনও?

ক্যারিয়ারের শুরু থেকেই অফার পেয়েছি। যখন আমি প্রথম ছবিতে কাজ শুরু করেছি, আমার শুটিং স্পটেই অন্যদের সাথে কাজ করার অফার পেয়েছি। তখন আমার ভালো লেগেছে। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ যে, অনেকেই আমাকে নিয়ে ভাবছে।

বিয়ে কবে করবেন?

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ…। বিয়ের ব্যাপরটা অনেক বড় সিদ্ধান্ত। এজন্য ফ্যামিলির সবাই আছেন। আমি চাই আমার লাইফের এতো সুন্দর একটা সিদ্ধান্ত আমার ফ্যামিলি নেবেন।

পছন্দের কেউ আছে?

না,এই মুহূর্তে কাজ ছাড়া অন্য কিছু নিয়েই ভাবছি না। পছন্দের কেউ নেই। আর তা ছাড়া আমি চাই যে আমার  এসব বিষয় ফ্যামিলি দেখবে।

আপনার প্রেম, বিয়ে নিয়ে গুঞ্জন কিন্তু আছে?

অনেকে তো অনেক কথাই বলে। কিন্তু আমি প্রেমে বিশ্বাসী নই। আমার কাছে মনে হয় যদি আমাকে পছন্দ করে বা যেটাই হোক তাহলে সুন্দর একটা ওয়েতে আসা উচিত। ফ্যামিলিতে জানাবে বা বিয়ে পর্যন্ত যাবে যেটাই হোক। আমি যদি বিয়ে করি,তাহলে বাসার সবাই এবং সাংবাদিক ভাইদের জানিয়ে বিয়ে করব। এখনকার সময় হোক বা যেই সময় হোক। আগের সময়ের গল্প যখন আব্বু আম্মুর কাছে শুনি তখন মনে হয়, তখনকার সময়ে কেন আমরা আসিনি। তখন অনেক সুন্দর ছিল। এখন আমার মনে হয় আগের জেনারেশনের তুলনায় আমরা সবাই একটু বেশি অস্থির। তাই জীবনের জন্য যেই সিদ্ধান্ত নেব ভেবেচিন্তে নেব।

প্রেমে বিশ্বাসী নয় কেন?

প্রেমে বিশ্বাসী নই এর মূলত একটা কারণ আছে। আমরা তিন বোন। আমি বোনদের মধ্যে সবার ছোট। এতোটা শাসনের মধ্যে ছিলাম আমি সব সময় এবং এখনো আছি। আমার বড় দুই বোন হলেও বড় দুই ভাইয়ের  মতো আমাকে এখনো শাসন করে। এজন্য আমি ফিল্মে আসার সময়ও অনেক ঝামেলা হয়েছিল। পরিবার চায়নি। আমি সব সময় একটা শাসনের মধ্যে ছিলাম। ওই জন্য আমি জানি এটা হয়ত করা ঠিক হবে না। কড়া শাসনের মধ্যে মেন্টালি আমি ওইভাবেই বেড়ে ওঠেছি। আমার সবকিছু ফ্যামিলির ওপর ছেড়ে দিয়েছি। তবে অনেক বিয়ের প্রস্তাব পেয়েছি।

আগে না এখন?

আমি যখন স্কুলে পড়তাম তখন। আমি গার্লস স্কুলে পড়তাম। মেয়েদের পরিবেশেই বড় হয়েছি। যদি কেউ আমাকে পছন্দ করতো বা বিয়ের প্রস্তাব দিত, তখন আমি তাকে বাসায় এসে আব্বু আম্মুর সাথে কথা বলতে বলতাম। এরপর থেকে ভয়ে কেউ আর আমাকে কিছু বলতো না।

ক্যাপ্টেন খান ছবির কাজ কেমন হচ্ছে

আমি এখন কক্সবাজারে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছি। গতকাল সোমবার এই ছবির কাজে আমি কক্সবাজার এসেছি। কাজটি ভালো হচ্ছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews