1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ঈদের মিউজিক ভিডিও ‘বিশ্বপ্রেমিক’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ জুন, ২০১৮

ঈদ উপলক্ষে রিলিজ হচ্ছে নতুন মিউজিক ভিডিও ‘বিশ্বপ্রেমিক’। গানটি গতানুগতিক ধারার বাইরের একটি গান। গানটির কথায় রয়েছে ভিন্নতা।

গানটি গেয়েছেন তরুণ গায়ক শ্রাবন সানি। সুর ও সঙ্গীত করেছে তানজিল। গানটির কথা ও ভিডিও দৃশ্য পরিচালনা করেন তরুণ সাহিত্যিক ও সাংবাদিক আপন অপু।

এতে মডেল হয়েছেল নিশি ও আলী। মিউজিক ভিডিওর দৃশ্যধারণ করেন রকিবুল ইসলাম রুমন। তত্ত্বাবধায়ন করেছেন ফাজবীর তাজ তন্ময়। সম্প্রতি দেশী টায়রোর নিজস্ব স্টুডিওতে গানটির ভিডিও দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

গীতিকার আপন অপু বলেন, গতানুগতিক ধারার বাইরে এ গানটি শ্রোতাদের আকর্ষণ করবে বলে আশা করছি। গানটি মূলত উঠতি বয়সী তরুণ-তরুণীদের জন্যই লেখা। বিশেষভাবে বলতে গেলে তরুণীদেরকে সচেতন করতেই লেখা।

গায়ক শ্রাবন সানি বলেন, গানটির কথার কারণেই গানটি আমার অনেক ভালো লেগেছে এবং আমার সেরাটুকু দেয়ার চেষ্টা করেছি। আমি ভালো কাজ করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews