1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

এবার যমজ ছেলের মা হলেন সানি লিওন

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ৫ মার্চ, ২০১৮

দ্বিতীয় বার মাতৃসুখ পেলেন অভিনেত্রী সানি লিওন। নিশার পরে এবার যমজ ছেলের মাতৃত্বের দায়িত্ব তার কাঁধে। এ খবর দিয়েছে কলকাতার এবেলা.ইন। সোমবার সকালেই ইনস্টাগ্রাম এবং টুইটারে পোস্ট করে নিজের সদ্যজাতকদের কথা জানিয়েছেন সানি। পোস্টে তিনি লিখেছেন, ‘ভগবানের অশেষ কৃপা আমাদের উপরে। ২১ জুন ২০১৭ আমি আর ড্যানিয়াল জানতে পারি যে, আমাদের যমজ সন্তান হতে চলেছে।

দীর্ঘদিন ধরে আমরা আমাদের পরিবারকে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। কয়েক সপ্তাহ আগেই আমাদের জীবনে এসেছে ওরা। আশের সিংহ উইবার, নোয়া সিংহ উইবার এবং নিশা সিংহ উইবার- আমার এই তিন সন্তানের জন্য আজ আমার পরিবার পূর্ণ হল। তিন সন্তানের বাবা-মা হতে পেরে আমি আর ড্যানিয়াল খুবই খুশি।’ গর্ভধারণ না করেও তিন সন্তানের মা হলেন অভিনেত্রী। গত বছরেই নিশাকে দত্তক নিয়েছিলেন উইবার দম্পতি। আবার নতুন বছরের শুরুতেই কোল আলো করে এল দুই ছেলে। সারোগেসির মাধ্যমেই তাদের এই যমজ ছেলের জন্ম হয়েছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই জানিয়েছেন সানি এবং ড্যানিয়াল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews