মো রাজিব তালুকদার (০১৭৭৫৪০৩২৬৪) :কারণে অকারণে জয়পুরহাটের কালাই দলিল লেখক সমিতির সদস্যদের সাবরেজিস্টার গালিগালাজ করাসহ তাদের লাইসেন্স বাতিলের হুমকি দেয়ায় এবং ইতোমধ্যে কয়েকজন সদস্যকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে দলিল লেখকরা কলম বিরতি শুরু করেছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে কলম বিরতির মাধ্যমে দলিল লেখকরা অফিস চত্ত্বরে অবস্থান করছে বলে জানা গেছে। এ ঘটনায় জমি ক্রেতা-বিক্রেতারা দলিল রেজিস্ট্রি নিয়ে বিপাকে পরেছে।
সংশ্লিষ্টরা জানান, উপজেলা সাব-রেজিস্টার নিলুফার ইয়াসমীন বিভিন্ন ছলছুতায় দলিল লেখক দের গালিগালাজ করেন। এমনকি তাদের তাদের লাইসেন্স বাতিলের হুমকিও দেন। এরই জের ধরে ইতোমধ্যে ওই সাব-রেজিস্টার হবিবর রহমান, এমদাদ, বাবলু, মোজাম্মেল ও আলহাজ¦ সেকেন্দার আলীসহ কয়েকজন দলিল লেখককে সাময়িক বরখাস্ত করেছেন।
কলম বিরতি চলাকালে বরখাস্ত প্রত্যাহারসহ বিভিন্ন অনিয়ম বন্ধের দাবিতে কালাই দলিল লেখক সমিতির সভাপতি সুজাউল ইসলামের সভাপিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হাফিজার রহমান, আলহাজ¦ সেকেন্দার আলী, ফজলুর রহমান, হবিবর রহমান, এমদাদ, বাবলু, মোজাম্মেল প্রমুখ।
কালাই উপজেলা সাব-রেজিস্টার নিলুফার ইয়াসমীনের বক্তব্য নেয়ার জন্য কার্যালয়ে গিয়ে তাকে না পাওয়ায় তার মুঠোফোনে (০১৭১৮-২৮০৬৩৪) একাধিকরার ফোন করা হয়। কিন্তু রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
জয়পুরহাট জেলা সাব-রেজিস্টার মো. তাজিবুর রহমান জানান, দলিল লেখকদের কলম বিরতির বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।