কুমিল্লার হোমনায় কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার ছাত্রলীগের ৭০তম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা সদরে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলে যোগ দিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমীক লীগ, কৃষক লীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আনোয়ার হোসেন বাবুল, কুমিল্লা উত্তর বঙ্গবন্ধু যুব পরিষদের সভাপতি মো. খোরশেদ আলম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিপু, মাহবুবুর রহমান বকুল ও মো. মোবারক হোসেন, সদস্য মো. দেলোয়ার হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল সরকার, আতাউর রহমান লালন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. নূর মোহাম্মদ, ছাত্রলীগ নেতা মো. ওমর ফারুক ও মো. কামরুল ইসলাম প্রমুখ।