ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি প্রাইভেট হাসপাতালে গত বুধবার ভোররাতে এক মায়ের কোলে জন্ম নেয়া চার সন্তানের মধ্যে দুই সন্তানকে দত্তক দিতে চায় হতদরিদ্র ওই পরিবারটি।
নবীনগর সদরের গ্রামীণ জেনারেল হাসপাতালের মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. সামী ত্বা-হা কবীর (মীম) জানান, অভাবের সংসারে আগেও চার সন্তান ও সদ্য এক সাথে জন্ম নেয়া চার সন্তানের চিকিৎসা ও ভরণ-পোষণ করতে অক্ষম পরিবারটি দুই সন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তিনি আরও জানান, বর্তমানে শিশুরা স্বাভাবিক ও সুস্থ আছে। তবে ছেলে শিশুটির ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া প্রয়োজন। কিন্তু ওই পরিবারের সামর্থ্য না থাকায় এখানে আমরা যতটুকু সম্ভব উন্নত চিকিৎসা দিচ্ছি।
ওই চার নবজাতকের বাবা ক্ষুদ্র মাছ ব্যবসায়ী হোসেন মিয়া তার অভাবের দৈন্যদশা জানিয়ে সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল ও মঙ্গল চিন্তা করে দুই সন্তানকে দত্তক দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
গত বুধবার পিয়ারা বেগম (৩৫) নামে এক মা চার যমজ শিশুর জন্ম দেন। তিনি পাশের রায়পুরা উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা।