স্টাফ রিপোর্টার :- জাতীয় ছাত্রসমাজ সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটির বিলুপ্তির দাবীতে জাতীয় পার্টির কাকরাইলস্থ প্রধান কার্যালয়ে বিক্ষোভ মিছিল করে সংখ্যাগরিষ্ঠ নেতাকর্মীরা। মিছিলশেষে বিক্ষুব্ধ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রসমাজ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জামাল উদ্দিন, সিনিঃ সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ ইমরান রিপন, নরসিংদী জেলার সভাপতি মাসুম খন্দকার, ঝালকাঠি জেলার যুগ্ম-আহবায়ক এইচ এম নাঈম তালুকদার এবং ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক ইউসুফ। বক্তারা বলেন, বাম সংগঠন থেকে আসা মোড়ল জিয়াউর রহমান (আহবায়ক) ও আওয়ামী ঘেষা ইয়াছিন মেজবাহ (সদস্য সচিব) অপকৌশলের মাধ্যমে জাতীয় পার্টির কিছু অসাধু শীর্ষনেতাদের মাধ্যমে পল্লীবন্ধুকে ভুলভাল বুঝিয়ে এই কমিটি স্বাক্ষর করিয়েছে। দলীয় গঠনতন্ত্রে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি করার কথা স্পষ্ট উল্লেখ থাকলেও ১৫১ জনের তালিকা প্রকাশ করে তারা দলীয় নিয়মনীতির প্রতি তাদের অজ্ঞতার প্রমাণ করেছে। সুতারাং এই ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির বৈধতা এখন গঠনতন্ত্রানুসারে প্রশ্নবিদ্ধ। বক্তারা অবিলম্বে এই গঠনতন্ত্রের নিয়মনীতি সম্পর্কে জ্ঞানহীন অনুপ্রবেশকারীদের বরখাস্ত করে উপযুক্ত যোগ্য নেতৃবৃন্দের হাতে সম্মেলনের দায়িত্ব হস্তান্তরের জোর দাবি জানিয়েছেন। অন্যথায় এই বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা দেন। এই সময় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তানবির সুমন, জীবন, আনোয়ার, সাব্বির, রাজু, মিন্টু, ফেরদৌসসহ বিভিন্ন থানা এবং কলেজ শাখার নেতৃবৃন্দ।