জয়পুরহাট:
জয়পুরহাট জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন মাদক বিক্রতাকে আটক করা হয়েছে। এসব ঘটনায় মাদকদ্রব্য আইনে ১০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২৭ মে) দুপুরের দিকে জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার (এএসিপ) একরামুল হক সরকার এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযানে জয়পুরহাট সদর উপজেলায় ১৬ জন, পাঁচবিবি উপজেলায় পাঁচ, কালাই উপজেলায় সাত, ক্ষেতলাল উপজেলায় পাঁচ ও আক্কেলপুর উপজেলায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।