মোঃরাজিব তালুকদার:ঝালকাঠীতে আজ মঙ্গরবার রাত ৮ ঘটিকার সময় ডিবি পুলিশের হাতে ইয়াবা সেবন কারী পুলিশ সদস্য সহ আটক ৩ এদের কে ঝালকাঠী জেলা ম্যাজিস্ট্র শারমিন ইসলাম এর আদালতে রাত ১০ ঘটিকার সময় ইয়াবা সেবনকারীদের কে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন।
এরা হলেন পুলিশ সদস্য সুজয় দাস ৩৫ পিতা নিরধ দাস সাং কৃতির্পাশা, সুজন সরদার ২২ পিতা বেল্লা সরদার সাং কৃতির্পাশা, সাইদুল মৃধা ৪০ পিতা রব মৃধা সাং বিকনা আগরবাড়ী।
জানাযায় ঢাকা মেট্র পুলিশ লাইনে কর্ম্মরতপুজার ছুটিতে বাড়িতে এসেছে।
ডিবি ওসি আমিনুল ইসলাম জানান, ঝালকাঠি কলেজ মোড় এলাকায় একটি পরিত্যাক্ত ঘর থেকে ইয়াবা সেবন আবস্থায় তাদের আটক করা হয়।