কক্সাজারের টেকনাফ উপজেলায় ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে পুলিশ, যাতে আড়াই লাখ পিস ইয়াবা ছিল। বৃহস্পতিবার রাতে এসব ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশে হাবিরছড়ায় একটি ঘরে ইয়াবার একটি চালান মজুদ রাখার খবর পেয়ে টেকনাফ মডেল থানার (ওসি) রনজিত কুমার বড়–য়া ও পরিদর্শক (তদন্ত) মো. আতিকের নেতৃত্বে একদল পুলিশ ঘরটি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়। পরে ঘরে তল্লাশি চালিয়ে মাটির ভেতর থেকে বস্তা মোড়ানো দুই লাখ ৫০ হাজার ইয়াবা পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় হাবিরছড়ার গ্রামের শাকের, আবদুল মতলব, রাজারছড়ার আবদুর গফুর এবং তুলাতুলী গ্রামের বশরেকে আসামি করে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।