ঝালকাঠি প্রতিনিধিঃ প্রত্যুষ আলো পড়েছে চোখে চোখ মেলে তাকাও, আগামী আজ ডেকেছে তোমায় হাত বাড়িয়ে দাও ! জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক তোমার জন্মদিন ! শুভ জন্মদিন, শুভ জন্মদিন !
প্রথম যে দিন তুমি এসে ছিলে ভবে কেদে ছিলে তুমি একা হেসে ছিলে সবে,
এমন জীবন তুমি করিবে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন।
চরণ দুটি ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের কাঠালিয়া উপজেলা কমিটির যুগ্ন সাধারন সম্পাদীকা নিহারীকা রিমির জন্যই অনেকটা প্রযোজ্য। কারণ তিনি শ্রম, ধৈর্য, মানুষের প্রতি ভালোবাসা আর দূরদর্শী প্রজ্ঞায় তিনি বিপদসঙ্কুল এ পথকে করেছেন জয়। উন্নয়নের চিহ্নিত কিছু ক্ষেত্রে ছোটখাটো দুয়েকটি হতাশাবোধ সত্ত্বেও নিহারীকা রিমির নেতৃত্বে ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের কাঠালিয়া উপজেলা ইতিহাসের উজ্জ্বল সময় অতিক্রম করবে তাতে সন্দেহ নেই। তার নেতৃত্বের অভিযাত্রা আরো উজ্জ্বলতর সময়ের অভিমুখে ধাবমান। উন্নয়নের অনেক সূচকে নিহারীকা রিমির নেতৃত্বেই অর্জিত হয়েছে একের পর এক সাফল্য।
তাই তার শুভ জন্ম দিনে শুভেচ্ছা জানিয়েছেন ধ্রুবতারা কেন্দ্রীয়ী কমিটির সাধারন সম্পাদক অমিয় পার্পন অর্ক, সহ -সম্পাদক পলাশ তালুকদার, শাখা ও সম্পার্ক বিষয়ক সম্পাদক এইচ এম গিয়াস উদ্দিন, প্রকাশনা সম্পাদক অলি অহম্মেদ । কে এম টিভি বাংলা অনলাইন এর চেয়ারম্যান, ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের কাঠালিয়া উপজেলা শাখা সভাপতি মোঃ মোছাদ্দেক বিল্লাহ , সাধারন সম্পাদক আরিফ বিল্লাহ, ধ্রুবতারা কাঠালিয়া শাখার সহ-সভাপতি অমিত হাসান, সহ সভাপতি তান্নি ইসলাম,সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজু, সহ-সম্পাদক ইমরান নাহিদ রিয়ন, প্রকল্প সম্পাদীকা ইসরাত জাহান মিম, শিক্ষা সম্পাদীকা সানজিদা আক্তার, নরী ও শিশু কল্যান সম্পাদক সাবরিনা ইমাম লিজা, পরিবেশ বিষয়ক সম্পদীকা মৌমিতা তাসরিন লিমা, প্রচার ও প্রকাশনা সম্পাদীকা স্নিগ্ধ কমল মিম, অর্থ সম্পাদক প্রত্যায় অনিক, আইটি সম্পাদক হাফিজুর রহমান সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।
সকলে তার সুন্দর ভবিষতৎ কামনা করে এবং আগামী দিনে তার নেতৃত্বে ধ্রুবতারা সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের কাঠালিয়া উপজেলা কমিটির মূখ উজ্জল করবে বলে আশা করেন তারা।