1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আনন্দ র‌্যালী

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন নারায়নগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সি।
তিনি বলেন, সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতাসীন হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন জিয়াউর রহমান। দেশের উন্নয়ন ও জনকল্যাণই ছিল তার লক্ষ্য।

শনিবার (৪ জানুযারী) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকা থেকে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বিশাল আনন্দ র‌্যালী মৌচাক হয়ে সৌদি বাংলা মার্কেটের সামনে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন এবং দীর্ঘ সাড়ে পনের বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ গড়ার পথ সুগম করতে শহীদ জিয়াউর রহমানের আদর্শে আগামীদিনে সবাইকে রাজনীতি করতে হবে।

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল ইসলামের আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সভাপতি মির্জা এনএইচ রুবেল, সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহম্মেদ মুন্না, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা আনোয়ার হোসেন, ফতুল্লা থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নেতা সেলিম মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, ইঞ্জি. আবু সাঈদ, আনোয়ার হোসেন আনু, মোঃ খোরশেদ আলম, সাদিকুর রহমান নোপেল, সদস্য রুমা খাতুন, আল-আমিন ও আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews