কিছুদিন আগের কথা। পরিচালকের কাছ থেকে ‘নোলক’ ছবিটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল বলে ছবির পরিচালক রাশেদ রাহা পরিচালক ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ করেন। রাশেদ রাহার মতে, ছবির সিংহভাগ কাজ শেষ করার পর পরিচালক বদলে ফেলার পাঁয়তারা করছিলেন ছবির প্রযোজক সাকিব সনেট। এমনকি ভারতে গিয়ে প্রযোজক সাকিব সনেট নিজেই পরিচালকের চেয়ারে বসে পড়েছিলেন। এ বিষয়ে ক্ষোভ জানিয়ে রাশেদ রাহা বলেন, একজন পরিচালকের কাছে তাঁর সৃষ্টি হচ্ছে সন্তানের মতো। সেই সন্তান লালন-পালন করে বড় করার পর প্রযোজক তাঁর ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে আরেকজনকে দিয়ে কাজটি করিয়ে নিতে চান! এটা তো ছিনতাই ছাড়া আর কিছুই না।