মো: হারুন অর রশিদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদে নতুন বন্দর গ্রামে মো: নবিউল ইসলাম এর পুত্র, মো: ফারুক(৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি। মৃত ফারুকের পিতা মো: নবিউল ইসলাম জানান গতকাল রাত ৮.০০ হতে ফারুককে বাসায় দেখতে পাননি এবং আমার ছেলে ও ছেলের বউ শশুর বাড়িতে বসবাস করত। গত ৫দিন ধরে ফারুক আমার বাসায় এসেছে। আজ সকাল ৯.০০ টার সময় এক স্কুল ছাত্রী স্কুলে যাওয়ার সময় ফারুককে এক কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় দেখে আশে-পাশের লোকজনকে খবর দেয়। এলাবাসীরা ছুটে এসে দেখে ফারুকের মৃত দেহ ফারুকের বাড়ির পাশেই একটি কাঁঠাল গাছে ঝুলে আছে। ঘটনার খবর পেয়ে মৃতের বাড়িতে ছুটে আসেন হাড়িভাসা ইউ.পি চেয়ারম্যান মো: নূরে আলম, সাবেক ইউ.পি চেয়ারম্যন মো: আবুল হোসেন, হাড়িভাসা ইউ.পি আওয়ামীলীগ সভাপতি মো: ওসমান। ঘটনার খবর পেয়ে পঞ্চগড় থানার ওসি তদন্ত মো: ইজার উদ্দিন ও পঞ্চগড় সদর থানার এসআই জাহিদ লাশ উদ্ধার করেন। এসআই জাহিদ বলেছেন প্রাথমিক ভাবে বলা যেতে পারে এটি আত্মহত্যা তবে তদন্তের পর বোঝা যাবে ঘটনার আসল চিত্র। এই ব্যপারে ওসি তদন্ত মো: ইজার উদ্দিন এর সাথে কথা বললে তিনি জানিয়েছেন এই ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে।