কাম ফর রোড চাইল্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পথশিশুদের নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে। শনিবার শতাধিক পথশিশুদের নিয়ে গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়ামে এ ইফতারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাম ফর রোড চাইল্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মনির হোসেন।
আরো উপস্থিত ছিলেন কাম ফর রোড চাইল্ডের কেন্দ্রীয় সভাপতি আহমেদ রাজু, সিকদার মাহবুব, পাভেল সরকার বিদুৎ, সোহানা জামান, কান্তা করসহ সিআরসি বশেমুরবিপ্রবি শাখার সকল সদস্য।
এ ব্যাপারে একজন পথশিশু বলে, আমরা প্রতিদিন ভালভাবে ইফতার করতে পারি না। আজকে ভাইয়ারা আমাদের অনেক ভালো ইফতারি দিয়েছে। এতে আমরা অনেক খুশি।
সভাপতির বক্তব্যে মনির হোসেন বলেন, এই রমজানে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই আয়েজন করেছি। পথ শিশুদের সাথে ইফতারের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, ভবিষ্যতে এ আরো বড় পরিসরে এসকল কোমলমতি শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করতে পারব।