দুলাল মিয়া: গাজীপুরের শ্রীপুর উপজেলায় জমি সংক্রান্তের বিরোধের জের ধরে প্রতি পক্ষের হামলায় মহিলাসহ তিনজন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৬ সেপটেম্বর রাতে মনিরুজ্জামান বাদী হয়ে ৩জন কে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করে। অভিযুক্তরা হলো একই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মতিউর রহমান,মতিউর রহমানের ছেলে রাসেল, রাকিবসহ অজ্ঞাত ২/৩জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে। আহতরা হলো একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সারজুল ইসলাম(৪৫),স্ত্রী ফালানী আক্তার (৩২) ও তার ছেলে ফয়সাল (১২)আহম্মেদ। এদের মধ্যে সারজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।মামলা সূত্রে জানা যায়,মতিউর রহমান জোর র্পূবক সারজুল ইসলামের জমিতে বসতবাড়ি নির্মাণ করতে গেলে বাঁধা দেওয়ায় মতিউর রহমান তার লোকজন নিয়ে হামলা চালিয়ে সারজুল কে এলোপাথারি পিটিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। এ সময় মতিউর রহমান লাঠি দিয়ে আঘাত করলে সারজুলের বাম চোখে গুরুতর জখম হয়ে চোখ দিয়ে রক্ত ঝড়ে। তাঁর ডাক চিৎকারে স্ত্রী ফালানী আক্তার ও ছেলে এগিয়ে আসলে তাদের কে পিটিয়ে আহত করে। প্রতিপক্ষে কে ঘায়েল করতে মতিউর রহমান উল্টো সারজুলের পরিবারে উপর মিথ্যা অভিযোগ এনে একই দিনে সাজানো একটি মামলা দায়ের করে। অভিযুক্ত মতিউর রহমান বলেন,আমি তাদের কে হামলা করেনি উল্টো এরাই আমার উপর হামলা করেছে। উভয় পক্ষের মামলা তদন্তকারী র্কমর্কতা এসআই মোস্তাফিজুর রহমান জানান,উভয় পক্ষের মধ্যে জমি সংক্রান্তের বিরোধ রয়েছে। উভয় পক্ষের লোকজন আহত ও পাল্টপাল্টি মামলা হয়েছে, আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।