1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৪৬ অপরাহ্ন

প্রোটিয়াদের বিপক্ষে ভারতীয় ওয়ানডে দল ঘোষণা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

দক্ষিণ আফ্রিকা সফরের পুরোপুরি প্রস্তুত টিম ইন্ডিয়া। আর তারই জের ধরে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ছয় ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের নাম ঘোষণা করেছে ভারতীয় নির্বাচকরা। শ্রীলংকার বিপক্ষে মাত্র শেষ হওয়া টি-২০ সিরিজে বিশ্রাম দেয়া কোহলির ফেরা ছাড়া আর বড় কোন বিস্ময় নেই ঘোষিত দলে।

প্রোটিয়াদের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজের দলে থাকলেও ওয়ানডেতে নেই রবিচন্দ্র অশ্বিন এবং রবিন্দ্র জাদেজা। অন্যদিকে, শ্রীলংকার বিপক্ষে সিরিজে ধর্মশালায় প্রথম ওয়ানডের আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর সুস্থ হয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ৩২ বছর বয়সী কেদার যাদব। লংকান সিরিজে যাদবের পরিবর্তে সুযোগ পাওয়া তামিলনাড়ু অফস্পিনার ওয়াশিংটন সুন্দর দল থেকে বাদ পড়েছেন।

এছাড়া দলে জায়গা করে নিয়েছেন পেসার মোহাম্মদ সামি। এছাড়া ফিরেছেন তরুণ পেসার শারদুল ঠাকুরও।

ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, মনিষ পান্ডে, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, হার্ডিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, শ্রেয়াস আইয়ার, মোহাম্মদ সামি, অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews