বরগুনা প্রতিনিধি :
বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের উত্তর ডালভাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানাযায় গত ৩০ জুন (শনিবার) রাত আনুমানিক ৮ ঘটিকায় একই এলাকার মৃত: আজিজ পহলানের পুত্র আঃ রব পহলান, মনসের আলী পুত্র কবির সরদার, আইউব আলী সরদার, সানু সরদার, হারুন পহলানের পুত্র ফোরকান মিয়া, খলিল পহলানের পুত্র হারুন, সানু সরদারের পুত্র মিরাজসহ অনেকে উত্তর ডালভাঙ্গা খাজুরা মৌজার ৫২২ নং খতিয়ানের ১৩৭৬ ও ১৩৭৮ নং দাগের রেকর্ডীয় মালিক সোনাবান বিবি, তার পুত্র মোহাম্মদ পহলান ভোগ দখল করে আসতেছে। এলাকার ভূমিদুস্যরা গায়ের জোরে রাতের আধারে উক্ত ভোগ দখলীয় জমিতে টিলার দিয়ে চাষাবাদ করার পায়তারা করছিল। এ সময় জমির প্রকৃত মালিক মোহাম্মদ পহলান তার পুত্র আলমগীর পহলান, পুত্রবধু পারভীন বেগম, তার স্ত্রী আছিয়া বেগম বাঁধা দিলে ভূমি দখলবাজেরা তাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তাদের কাছে থাকা একটি স্বর্ণের একটি, ১টি স্বর্নের চেইন, দুইটি কানের বালা জোর করে ছিনিয়ে নিয়ে । তাদের পড়েনে থাকা বস্ত্র টেনে হিচরে ছিরে ফেলে এসময় তাদের ডাক চিৎকার এলাকার লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করান। হাসপাতালে আহত আলমগীর, তার মা আছিয়া বেগম, তার স্ত্রী পারভীন বেগম এ প্রতিনিধিকে জানান আমাদের এলাকার রব, কবির, আইউব, সানু, হারুন, ফোরকান, খলিল ও মিরাজ জোর পূবর্ক জমি দখল করতে চায়। তাদের সাথে আমাদের জমি নিয়ে পূর্ব কয়েক দফায় মামলা রয়েছে। তাহারা আদালতের কোন আইন-কানুন না মেনে জোর করে শনিবার রাতে আমাদের ওয়ারিশী জমিতে চাষাবাদ করতে আসে। আমরা বাঁধা দিলে আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত ফুলা জখম করে। আমরা এ ঘটনার সঠিক তদন্ত পূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু বিচারের দাবী জানাই।
এ ব্যাপারে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মাসউদুজ্জামান (বিবিএম) কাছে জানতে চাইলে তিনি জানান আহতরা থানায় আসছিল তাদের কে প্রাথমিক চিকৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হয়ে এসে অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।