বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। রবিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্টগার্ড বরিশাল স্টেশনের সদস্যরা মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন কালাবদর নদীতে এ অভিযান চালায়। অভিযানে সুন্দরবন-৯, এমভি সাত্তার খান-১, এমভি জামাল-৬, এমভি জাহিদ-৪, এমভি রাসেল-৪ এবং এমভি নিউ সাব্বির-৩ নামক যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে আনুমাণিক সাড়ে ৩ লাখ টাকার ৩০ মণ জাটকা জব্দ করা হয়।
পরে জব্দ হওয়া জাটকাগুলো সকালে নিবার্হী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় গরিবদের মাঝে বিতরণ করা হয় বলেও জানানো হয়েছে।