বাগেরহাটের মোরেলগঞ্জে শনিবার সকালে বাবাকে গলকেটে হত্যা করেছেন ছেলে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ঘটনার পর স্থানীয় লোকজন নিহতের ছেলে লাল মিঞা হাওলাদারকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ইউনুস হাওলাদার (৬৫) নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের প্রয়াত রাশেদ হাওলাদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এসএম আবুল বাশার জানান, উপজেলার জিউধরা গ্রামে শনিবার সাড়ে সাতটার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে ইউনুস ও লাল মিঞার মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাবার উপর ক্ষুব্দ হয়ে ধারালো অস্ত্র দিয়ে গলকেটে হত্যা করেন ছেলে। প্রতিবেশিরা কান্নাকাটির ও চিৎকার শুনে ওই বাড়িতে এসে ইউনুসের লাশ দেখতে পেয়ে লাল মিঞাকে ধরে ফেলেন।
পরে তারা পুলিশের খবর দেয়। পারিবারিক কলহের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।