
রাজধানীর বাড্ডায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে বাড্ডার সাঁতারকূল রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— অমিত ও নুরুল ইসলাম।
বাড্ডা থানার এসআই শহীদ জানান, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অমিত ও নুরুলকে উদ্ধার করা হয়। পরে সকাল ছয়টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৪ জুন দুপুরে বাড্ডার আলীর মোড়ে একটি মসজিদের সামনে দুর্বৃত্তের গুলিতে বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী নিহত হন। পরে উদ্ধার হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় দুই যুবককে ফরহাদ আলীকে গুলি করছে। অমিত ও নুরুল ওই দুই যুবক কি না তা নিশ্চিত হওয়া যায়নি।