জীবন নিউজ, রিপোর্ট : ভেজালে ভেজালে সয়লাব পুরো দেশ। যেখানে যাবেন ভেজাল আর ভেজাল। ভেজালে ভেজালে সয়লাব আজ পুরো দেশ। দেশের কোন কোম্পানীগুলো অধিক মুনাফা লাভের আশায় খাদ্যদ্রব্যে ভেজাল মিশ্রণ করে তৈরী করছে খাদ্যজাত দ্রব্য। বেশির ভাগই খাদ্যদ্রব্য সঠিকভাবে মান নিয়ন্ত্রণ করা হয় না। যার ফলে এই সব খাদ্যদ্রব্য খেয়ে অসুস্থ্য হয়ে হাসতালে যেতে হয় সাধারণ মানুষকে।
শনিবার বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটি আয়োজিত ভেজাল, মাদক দুর্ণীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে করণীয় আলোচনা সভা ও বিএইচআরপিএস শান্তি স্বর্ণপদক ২০১৭ অনুষ্ঠানে ব্যারিস্টার জাকির আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের রাজনীতিবিদরা রাজনীতির পরিবর্তে ব্যবসার দিকে ঝুঁকে বসেছে। ব্যবসার ও রাজনীতি এক কথা নয়। বিভিন্ন জায়গায় দেখা যায় থানার ওসির সাথে স্থানীয় এমপি মহোদয়রা মাদকের টাকা ভাগাভাগি করে, যা একটি নিন্দনীয় কাজ। যার কারণে মাদক, দুর্ণীতি রোধ করা সম্ভব হচ্ছে না। অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ শহিদুল ইসলাম বলেন, ভেজাল, মাদক ও দূর্ণীতির কারণে বাংলাদেশ আজ দিশেহারা। এখনই যদি এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া না যায়, তাহলে আমাদের আগামী ভবিষ্যৎ তরুন প্রযন্ম ধ্বংশ হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে মাদক, ভেজাল, দূর্ণীতি ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে ঝাঁপিয়ে পরি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিচারপতি সিদ্দিকুর রহমান, আতাউল্লাহ্ খান, মোঃ ফিরোজ আলম সুমনসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও বাংলাদেশ হিউম্যান রাইটস্ এন্ড প্রেস সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ বায়েজিদ সাউদ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে দেশের বিভিন্ন পেশায় দক্ষ ব্যক্তিদের বিএইচআরপিএস শান্তি স্বর্ণপদক প্রদান করা হয়। সমাজসেবা পেশায় অবদানের জন্য বিএইচরাপিএস শান্তি স্বর্ণপদক পান বীর মুক্তিযোদ্ধা জুলহাস উদ্দিন খান, লায়ন স্বপন কান্তি দাশ, আসমা বেগম, লায়ন ডাঃ অধ্যক্ষ বরুণ কুমার আচার্য্য বলই, বিউটি আক্তার কুট্টি, মোঃ জাহাঙ্গীর আলম, খান মোঃ আবু বকর সিদ্দিকী। মানবাধিকার ও সাংবাদিকতায় শান্তি স্বর্ণপদক পান বিমল সরকার, মোঃ ইসমে আজম, মোঃ নাজমুল আলম তালুকদার, ফিরোজা বেগম, সাইফুজ্জামান খান, মোঃ সিদ্দিুকুর রহমান, গোলাম রহমান ঠাকুর, এম. এ কাইয়ুম চুন্নু মুন্সী, দুলাল আহমেদ, মোঃ রাজু আহমেদ বাপ্পী। মাদক ও সন্ত্রাস নিমূলে বিশেষ অবদান রাখায় রূপগঞ্জ থানার ইন্সপেক্টর অব পুলিশ মোঃ সেলিম মিয়া। সাংবাদিকতায় সমীর কান্তি দাশ, মোঃ আলমাস হোসেন (রাকিব), মোঃ ফারুকুল ইসলাম, জিএম মাসুদ ঢালী, খায়রুন নাহার, মোশারফ হোসেন জসীম পাঠান, মোঃ শহিদুল ইসলাম, জীবন খান, মতিউর রহমান জনি। চিকিৎসাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আলহাজ্ব ডাঃ মোঃ আমজাদ হোসেন। মােঃ রাজবি তালুকদার