সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সাইবার নিরাপত্তা, তেল ও গ্যাস নিয়েই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে৷ সাইবার নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে প্রথম সমঝোতা স্মারকটি (এমওইউ) স্বাক্ষরিত হয়৷ দ্বিতীয় চুক্তিটি হয় ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের সঙ্গে ইসরায়েলের এনার্জি ইন অয়েল ও গ্যাস মন্ত্রণালয়ের মধ্যে৷ ভারত ও ইসরায়েলের মধ্যে বিমান সংক্রান্ত চুক্তিও হয়েছে৷
এছাড়া বিনোদন শিল্প নিয়েও চুক্তিবদ্ধ হয়েছে দুদেশ। তৃতীয় এমওইউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথি, মিনিস্ট্রি অব আয়ুশের সঙ্গে ইসরায়েলের সেন্টার ফর ইনটিগ্রেটিভ কমপ্লেমেন্টরি মেডিসিন, শারে জেদেক মেডিকেল সেন্টার অব ইসরায়েল ও এ সংক্রান্ত গবেষণার প্রতিষ্ঠানগুলোর মধ্যে।
এছাড়া ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ইসরায়েল ইনস্টিটিউট অফ টেকনোলজির মধ্যে চুক্তি সাক্ষরিত হয়েছে৷ এই চুক্তির ফলে মহাকাশ নিয়ে দুই দেশ একসঙ্গে গবেষণা চালাতে পারবে৷ ইন্ডিয়ান অয়েল ও ইসরায়েলের ইয়েদা রিসার্চ সেন্টার অ্যান্ড ডেভলপমেন্ট কো-লিমিটেডের মধ্যেও চুক্তি স্বাক্ষরিত হয়৷ আগামী ১৮ জানুয়ারি ইসরায়েলে ফিরবেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।