1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল : প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, এটার ব্যবহার শুরু করলে তখন শিকল দিয়েও আমাদের অর্থনীতিকে কেউ বেঁধে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘বার্ষিক সম্মিলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, নেপাল, ভুটান ও ভারতের সেভেন সিস্টারের সাথে রয়েছে বাণিজ্যের অমিত সম্ভাবনা। তাদের মালামাল বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে। এর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। ভৌগোলিক অবস্থান গত সুবিধা কাজে লাগিয়ে দেশ লাভবান হতে পারবে।

দুর্নীতিকে দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে ড. ইউনুস বলেন, আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। সব শেষ করে দিয়েছে এই দুর্নীতি। নতুন দেশ গড়তে এখান থেকে বের হওয়া ছাড়া উপায় নেই। দুর্নীতি মুক্ত দেশ গড়তে সব তথ্য উন্মুক্ত করা হবে। প্রতিযোগিতা বাড়াতে র‍্যাংকিং এর মাধ্যমে জেলায় জেলায় ফলাফল ঘোষণা ও এগিয়ে থাকা জেলাকে পুরস্কার দেয়া হবে।

জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের প্রশংসা করে তিনি বলেন, জুলাই বিপ্লবে তারুণ্য যা করে দেখিয়েছে তা বিশ্বে অনন্য। কাজেই তরুণদের সুযোগ দিতে হবে। কিন্তু আমাদের সুযোগ থাকার স্বত্বেও নিতে চাই না। তারুণ্যের জন্য দরজা খুলে দিতে হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews