মাদারীপুরের রাজৈর উপজেলায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বদরপাশা ইউনিয়নের মোল্লাকান্দি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নাসির হোসেন শেখ (২৮) ওই গ্রামের নূর জামাল শেখের ছেলে। ওসি জিয়াউল বলেন, নাসির হোসেন ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। বাড়ি আসার পর গত বুধবার একই উপজেলার মজুমদারকান্দির শ্বশুরবাড়ির উদ্দেশে বের হন। সকালে এলাকাবাসী বাড়ির পাশের বাঁশবাগানে তার লাশ দেখতে পায়। তার গলায় কালো দাগ রয়েছে। তবে তাকে হত্যা করা হয়েছে কিনা এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।