1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

মিরপুরের বিহারী ক্যাম্পে অভিযানে বিপুল মাদকদ্রব্য উদ্ধার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২ জুন, ২০১৮

রাজধানীর মিরপুর, পল্লবী ও কালশীর বিহারী ক্যাম্পগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অভিযানে ২৭ মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়।

এর আগে ক্যাম্পগুলোতে অভিযান চালাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। তাই এবার তিনশ সশস্ত্র পুলিশ সদস্য ক্যাম্পগুলো ঘিরে রাখে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) মো. মনির হোসেনের নেতৃত্বে অভিযানে মিরপুর ডিভিশন পুলিশ, গোয়েন্দা পুলিশ ও ডগ স্কোয়াড অংশ নেয়।

অভিযান শেষে মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা ঢাকাটাইমসকে জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পল্লবী থানার বিহারী ক্যাম্পগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে দুই হাজার ১৫০ পিস ইয়াবা, ছয় কেজি গাঁজা, ছয় শ ৭৪ গ্রাম হেরোইন ও ১২৫ বোতল বাংলা মদ উদ্ধার করা হয়। এ সময় ২৭ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাদন ফকির (পিপিএম) ঢাকাটাইমসকে জানান, ‘অভিযান শুরুর সময় পুরো ক্যাম্প এলাকা ঘিরে ফেলা হয়। বাইরে থেকে কাউকে ভেতরে বা ভেতর থেকে কাউকে বাইরে বের হতে দেওয়া হয়নি। আটকদের সবাই মাদক বিক্রেতা। অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ীদেরই ধরা হয়েছে। কাউকে হয়রানি মূলকভাবে ধরা হয়নি। ডগ স্কোয়াডের সাহায্যে ক্যাম্পের বিভিন্ন ঘর থেকে মাদক উদ্ধার করা। ক্যাম্পগুলোতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews