আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিএনপির নির্বাচন করা নিয়ে মন্তব্যের তুমুল সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘তার এই বক্তব্য জবরদস্তিমূলক একতরফা নির্বাচনেরই ইঙ্গিতবহ। আমরা কাউকে মাইনাস করতে চাই না,কিন্তু যারা অন্যকে মাইনাস করতে চায় তারা প্রাকৃতিক নিয়মে নিজেরাই মাইনাস হয়ে যায়।’
আজ রোববার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
খালেদা জিয়া কখনো পরাজিত হননি-এ কথা উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘খালেদা জিয়া যে ক’টি আসনে দাঁড়িয়েছেন তিনি কখনোই সেই নির্বাচনে পরাজিত হননি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী পরাজিত হয়েছেন। সুতরাং আইন আদালতসহ সবকিছু কব্জা করে খালেদা জিয়াকে জোর করে সাজা দিয়ে আপনাদের ক্ষমতার ঝাড়বাতির রোসনাই আর বেশী দিন থাকবে না।’
গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের মহাসড়ক পরিদর্শনে গিয়ে বলেন, ‘বিএনপি আসুক না আসুক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কে আসলো আর না আসলো তাতে কিছু আসে যায় না।’
সেতুমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। খালেদা জিয়াবিহীন কোনো জাতীয় নির্বাচনে বিএনপি যাবে না,যাওয়ার প্রশ্নই আসে না।’
তিনি আরও বলেন,‘আপনার বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে-বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাই আপনাদের ভয়। আর সেজন্যই আদালতের ঘাড়ে বন্দুক রেখে মিথ্যা তথ্যের ওপর সাজানো মামলায় তাকে কারাবন্দী করে রেখেছেন। জামিনযোগ্য মামলায়ও আপনাদের নিষেধের কারণেই জামিন পাচ্ছেন না তিনি। তিনি গুরুতর অসুস্থ হয়ে কষ্ট পেলেও তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।’
রুহুল কবির রিজভী বলেন,‘সারাদেশে বন্দুক যুদ্ধের নামে মারণযজ্ঞ চলছে। গত তিন দিনে চার জেলায় বিচার বহির্ভূত বন্দুক যুদ্ধে নিহত হয়েছে ৭ জন। এই মাসে যেন পোকামাকড়ের মতো বিচার বহির্ভূত মানুষ হত্যার হিড়িক চলছে। গত রাতেও বরিশালে সাদা পোশাকের পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের নামে দু’জন নিহত হয়েছে।’
বাংলাদেশের গুম-খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জাতিসংঘের মানবাধিকার সংস্থা তীব্র নিন্দার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে দেশে যেন আইনশৃঙ্খলা বাহিনী বিচার বহির্ভূত হত্যার নামে কিলিং প্র্যাকটিস করছে।’
এ সময় তিনি অবিলম্বে বন্দুকযুদ্ধের নামে বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যা বন্ধের জোর দাবি জানান। একই সঙ্গে সকল বিচার বহির্ভূত হত্যার তদন্ত দাবি জানান রিজভী আহমেদ।