পবিত্র রমজান মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দেওয়ার পরও সেখানে অভিযান চালিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।
শনিবার নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের সেনাবাহিনীর গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। ভারতীয় বাহিনীর দাবি তারা সকলেই সন্ত্রাসী। সীমান্তে অনুপ্রবেশের সময় অভিযানে তাদের মৃত্যু হয়। খবর টাইমস অব ইন্ডিয়া।
গত কয়েক মাসে নিরাপত্তাবাহিনীর অভিযানে কয়েক ডজন মানুষ নিহতের ঘটনায় কাশ্মির এক প্রকার উত্তপ্ত। এ অবস্থায় পবিত্র রমজানের শুরুতে সেখানে সব ধরনের সামরিক অভিযান বন্ধের ঘোষণা দেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত দুই দশকের মধ্যে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হলেও শনিবার সেখানে আবারও অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ১২০ কিলোমিটার দূরের উত্তরাঞ্চলীয় সীমান্ত টাংডার এলাকায় এই অভিযান চালানো হয়।
দেশিটর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, শনিবার ভোরে অনুপ্রবেশ চেষ্টার সময়ে পাঁচ সন্ত্রাসী নিহত হয়।
১৯৪৭ সালে ভারত ভাগের পর থেকেই কাশ্মির নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব চলে আসছে। কাশ্মিরের সাধারণ জনগণের একটি অংশ স্বাধীনতার পক্ষে। আরেকটি অংশ স্বায়ত্ত শাসন চায়। কেউ আবার পাকিস্তানের সঙ্গে অঙ্গীভূত হতে চায়। এদের মধ্যে থেকেই কিছু লোক দাবি আদায়ে সশস্ত্র আন্দোলনে নামে।
তবে ভারতীয় কর্তৃপক্ষ কাশ্মিরের জাতিমুক্তি আন্দোলনকে বিভিন্ন জঙ্গিবাদী তৎপরতার মতোই মনে করে। সন্দেহভাজন জঙ্গি নাম দিয়ে বহু বিদ্রোহীর পাশাপাশি বেসামরিকদের হত্যার অভিযোগ রয়েছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও অভিযানে গত পঞ্চাশ বছরে নব্বই হাজারের বেশি মানুষ নিহত হয়েছে কাশ্মিরে। আর গত কয়েক মাসে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে বিভিন্ন অভিযানে।