ঢাকা: অতিবৃষ্টির কারণেই রাজধানীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত কোনো সমাধান দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
শনিবার গণমাধ্যমকে তিনি একথা বলেন।
সাঈদ খোকন বলেন, গত দুই দিন দুই রাত ধরে একটানা বৃষ্টিপাত হয়েছে। এভাবে অতি বৃষ্টি হওয়ার কারণে সড়কে পানি জমে গেছে। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ও ঢাকা ওয়াসার পক্ষ থেকেও পানি অপসারণে পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় পানি দ্রুত অপসারণ করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, নগরীর ড্রেন উন্নয়নে কাজ চলছে। এটি শেষ হলে তখন স্বাভাবিক বৃষ্টি হলে সড়কে পানি জমবে না। পানি অপসারণে একটু সময় দিতে হবে বলেও তিনি জানান।