ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ ফাইনাল ম্যাচে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস। সুতরাং, প্রথমে ব্যাট করতে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
সানরাইজার্স হায়দ্রাবাদ আজ একাদশে দুইটি পরিবর্তন এনেছে। ঋদ্ধিমান সাহা ইনজুরিতে থাকায় একাদশে ঢুকেছেন শ্রীভৎস গোস্বামী। আর খলিল আহমেদের বদলে একাদশে ঢুকেছেন সন্দ্বীপ শর্মা। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস একাদশে একটি পরিবর্তন এনেছে। হরভজন সিংয়ের বদলে একাদশে ঢুকেছেন করন শর্মা।
সানরাইজার্স হায়দ্রাবাদ একাদশ: শ্রীভৎস গোস্বামী (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, দীপক হুদা, কার্লোস ব্র্যাথওয়েট, রশীদ খান, সিদ্ধার্থ কাউল, ভুবনেশ্বর কুমার, সন্দ্বীপ শর্মা।
চেন্নাই সুপার কিংস একাদশ: শেন ওয়াটসন, ফাফ ডু প্লেসিস, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটরক্ষক), ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, করন শর্মা, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।